Tepantor

সরাইলে ট্রাক চাপায় নিহত ১

২০ মে, ২০২২ : ৪:১৯ অপরাহ্ণ ১১৪

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অমূল দত্ত(৬৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার সময় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ১নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমূল দত্ত শাহবাজপুর প্রথম গেইট এলাকার মৃত প্রকাশকর দত্তের পুত্র।

Tepantor

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেটগামী একটি দ্রুতগামী ট্রাক অমূল দত্তকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।  এ ব্যপারে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।