আশরাফুল মামুন; ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভৈরব র্যাব সদস্য ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। র্যাবের দাবি মঙ্গলবার (৫ জুলাই) সাড় ৬ টায় মাদক ব্যবসায়ীদের ধরতে উপজেলা উত্তর ইউপির কল্যান পুর গেলে তাদের উপর হামলা করে। এতে র্যাবের এক সদস্য সহ এক সোর্স আহত হয়। পরে র্যাবের গুলিতে নাসির উদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত র্যাব সদস্যের নাম মোঃ এবি সুমন ও সোর্সের নাম মোঃ খোকন। গুলি বিদ্ধ নাসির উদ্দিন কল্যানপুর গ্রামের মৃত মোঃ সাত্তার মিয়ার পুত্র।
ভৈরব র্যাবের কমান্ডার রাফিউদ্দিন যুবায়ের সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল কল্যানপুর গেলে দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের উপর হামলা করা হয়। র্যাব তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে নাসির উদ্দিন গুলিবিদ্ধ হয়। এসময় লাঠিসোঁটা সহ ফেনসিডিল জব্দ করা হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2022 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics