Tepantor

আখাউড়ায় বাল্যবিয়ের আসরে বর কে ৫০ হাজার টাকা জরিমানা 

২২ জুলাই, ২০২২ : ৭:৫৯ অপরাহ্ণ

আশরাফুল মামুন;আখাউড়া পৌরসভার দেবগ্রামে বাল্য বিয়ের দায়ে আমিন খান (২৮) নামে এক বর কে বিয়ের আসরে ৫০ হাজার টাকা  জরিমানা করেছে মোবাইল কোর্ট।  আমিন খান    ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র। শুক্রবার (২২ জুলাই)  বিকেল ৩ ঘটিকার সময় দেবগ্রাম পূর্ব পাড়ার এই ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) প্রশান্ত কুমার।

তবে মানবিক কারণে নাবালিকা কনের পরিচয় প্রকাশ করা হলো না। নাবালিকা  কনে দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে বলে জানা গেছে।
আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার বলেন, কনের বয়স অনেক কম  বিষয়টি জেনে শুনে ও বর বিয়ে করতে কনের বাড়িতে এসেছে তাই বর কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।