আশরাফুল মামুন; আখাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে স্কফ, বিয়ার সহ ২ মাদক ব্যবসায়ী এবং ৩ টি চোরাই ছাগল সহ ২ জন ছাগল চোর কে গ্রেফতার করেছে পুলিশ। অত্র থানা থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয় শনিবার (২৩ জুলাই) পৃথক অভিযানে পৃথক স্থান হইতে তাদের গ্রেফতার করা হয়েছে।
প্রেস রিলিজে বিস্তারিত জানানো হয়, শনিবার বিকেল ৩ টার সময় উপজেলার দক্ষিণ ইউপির সাবেবনগরের বাসিন্দা মোঃ বাদল মিয়ার বসত ঘর থেকে ১০ বোতল স্কফ ও ৩ বোতল বিয়ার সহ রবির হোসেন রবি (২৮) নামেও এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। রবি অত্র ইউপির হিরাপুর গ্রামের পূর্ব পাড়ার সামসূল হকের পুত্র।
শনিবার দিনগত রাতে অপর এক অভিযানে পৌরসভার দেবগ্রামের আমতলি বাজারে ৩ টি ছাগল বিক্রি করার সময় ২ জন ছাগল চোর কে ছাগল সহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দ্বিজয়পুর গ্রামের সেকুন মিয়ার পুত্র মোঃ উদয় মিয়া (২৮), অপরজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুগর গ্রামের দোকানদার হাটির মোঃ সেলিম মিয়ার পুত্র মোঃ ওয়াসিম মিয়া (২৭), ওয়াসিম মিয়া অত্র পৌরসভার দেবগ্রাম নয়াবাজার শেখ উজ্জ্বল মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতো। পুলিশ আরো জানায়, ছাগল চুরির আসামি উদয় মিয়ার বিরুদ্ধে ডাকাতি সহ ১১ টি মামলা রয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2022 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics