Tepantor

তেপান্তরের সিরিজ প্রতিবেদন: ঠিক হলো বঙ্গবন্ধু ও মাখন কুদ্দুসের নাম

৮ ডিসেম্বর, ২০১৯ : ৩:৩০ অপরাহ্ণ ৭৯২

তেপান্তর রিপোর্ট: তেপান্তরের সিরিজ প্রতিবেদনের পর ঠিক করা হয়েছে পৌর মুক্তমঞ্চ ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম ফলক। গত ৫ ডিসেম্বর নিউজ পোর্টাল তেপান্তর’এ ‘ব্রাহ্মণবাড়িয়ায় অবহেলিত বঙ্গবন্ধু ও মাখন কুদ্দুসের নাম’ শিরোনামে একটি ফটো রিপোর্ট প্রকাশ হয়। এর পরই বঙ্গবন্ধু স্কয়ারের প্রধান ফটকের নামটি ঠিক করা হয়।
কিন্তু একই স্থানে (পৌর মুক্তমঞ্চে) কয়েক বছর দরে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের নাম ফলকটি ভেঙ্গে বিকৃত হয়ে থাকলেও এ বিষয়ে কর্তৃপক্ষ উদাসীন ছিল। পরে ৭ ডিসেম্বর ‘তেপান্তরে সংবাদ প্রকাশের পর ঠিক হলো বঙ্গবন্ধুর নাম, এখনো অবহেলিত মাখন কুদ্দুস’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশ করা হয়। এরপরই ওইদিন সন্ধ্যায় ঠিক করা হয়েছে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের নামও।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।