তেপান্তর রিপোর্ট: মানসিক প্রতিবন্ধীর ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম (৪৫) আহত হয়েছেন।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে।
এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় সাইদুর রহমান (২৩)ও তার পিতা বজলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম মানসিক প্রতিবন্ধী।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘৯৯৯-এ ফোন দিয়ে জানানো হয়, সদর উপজেলার নাটাই বেহাইর গ্রামে এক ছেলে তার মা-বাবাকে ঘরে বন্দি রেখে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মা-বাবাকে উদ্ধার করেন। এসময় এসআই আতিক ইসলাম কে ছুরিকাঘাত করা হয়।’
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত এ পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারী ও তার বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে ৯ জানুয়ারি সোমবার
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মী রায়হানের ছুরিকাঘাতে আশিকুল ইসলাম (২৭) নামে এক সাংবাদিক নিহত হয়।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2023 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics