Tepantor

অশ্লীল চিত্র-লেখায় ভরা “স্মৃতি অনিবার্নে” ফুল দিয়ে শ্রদ্ধা!

২৬ মার্চ, ২০২৩ : ৫:৫৫ অপরাহ্ণ ২৩৬

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের “স্মৃতি অনিবার্নে” উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের পুষ্প স্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে সমালোচনা!

সরেজমিনে গিয়ে দেখা যায়, অশ্লীল চিত্র ও লেখায় ভরা “স্মৃতি অনিবার্ণে পুষ্প স্তবক অপর্ণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ।

অনেকের প্রশ্ন, গতকাল যখন ধোঁয়া-মুছা করা হয়েছে তখনও চোখের পড়ার কথা! কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের সময়ও যদি এগুলো মুছে ফেলার চেষ্টা করা হতো তাহলে কোমলমতি শিশুদের চোখে এগুলো পড়তো না!

মহান স্বাধীনতা দিবসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহতদের গণ কবরের উপর নির্মিত ” স্মৃতি অনিবার্ণ” এর পিলারে এ ধরনের লেখায় ক্ষুব্ধ সচেতনমহল।

এ বিষয়ে, সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি৷ দ্রুত অশ্লীল চিত্র ও লেখা স্মৃতি অনিবার্ণ থেকে মুছে এর রক্ষণাবেক্ষনের দাবি জানান নেটিজেনরা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।