Tepantor

খাল দখল করে দেয়াল নির্মাণ ছাত্রলীগ নেতার!

১৭ এপ্রিল, ২০২৩ : ১২:৪৪ অপরাহ্ণ ২৬৪

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর মধ্যপাড়ায় খাল দখল করে দেয়াল নির্মাণ করেছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ আবু সায়েদ। এতে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকায় “নয়া ছাত্র লীগ”, “বুড়া ছাত্র” নেতা হিসেবে পরিচিত মোঃ আবু সাইয়েদ খালের মাঝামাঝিতে দেয়াল নির্মান করছেন। তাছাড়া ব্রীজের অন্য পাশের খালের জায়গা দখল করে করছেন মাছ চাষ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন বলেন, সে তো এখন বড় নেতা, এমপির লোক!

নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরেকজন জানান, এতে ফসলে সেচ বন্ধ হয়ে যাবে। কয়েক হাজার হেক্টর জমিতে সেচের অভাবে ফসল ফলানো যাবে না।

মোঃ আবু সাইয়েদ বলেন, এটা আমার জায়গা, আমার জায়গায় আমি দেয়াল নির্মান করতেছি।

পৌর কমিশনার আবু হানিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন।

সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, তিনি খাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিবেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।