Tepantor

পড়াশুনার চাপ দেওয়ায় আখাউড়ায় ১ স্কুল ছাত্রের আত্মহত্যা

১৪ মে, ২০২৩ : ৭:৪২ অপরাহ্ণ ২৭৪

আশরাফুল মামুন;ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবারের সাথে অভিমান করে স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১৪ মে) পৌরসভার ১নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে মো. তানভীর খাদেম (১৪) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তানভীর অত্র পৌরসভার দূর্গাপুর গ্রামের পল্লী চিকিৎসক আরিফুর রহমান খাদেমের ছেলে। সে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ে ৮ ম শ্রেনীতে পড়াশুনা করতো।

প্রতিবেশীরা এবিষয়ে জানিয়েছেন, তানভির কে পড়াশোনার জন্য পরিবার থেকে চাপ দিয়ে গালমন্দ করায় সে অভিমান করে আজ সকাল ৮ টার সময় বসতঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, নিহত তানভির খাদেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।