তেপান্তর রিপোর্ট: গোষ্ঠী ভিত্তিক টেটা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ারের বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ মে) দিনব্যাপী অভিযানে উপজেলার বাখরনগর, শান্তিপুর, চরমরিচাকান্দি, ইমামনগর, ফরদাবাদ দক্ষিণ পাড়া, তাতুয়াকান্দি, পাইকারচর ও ইমামনগর গ্রাম থেকে ৩২০টি টেটা, ১২০টি বাশেঁর হাতল, রামদা, হকিস্টিকসহ দেশীয় লাঠিসোটা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. নুরে আলম জানান, গোষ্ঠী ভিত্তিক টেটা যুদ্ধ বন্ধ করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।
গত ১০ মাসে ২৬টি অভিযান চালিয়ে ১০ মণ গাঁজা, তিন হাজার ৩১৫ পিছ ইয়াবা উদ্ধার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2023 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics