Tepantor

অবৈধ দখলে বাধা দেওয়ায় এলোপাথারী হামলা

২৫ মে, ২০২৩ : ৫:১৮ অপরাহ্ণ
ছবিতে হামলাকারীদের কয়েকজন

তেপান্তর রিপোর্ট: জায়গা সম্পত্তির অবৈধ দখলে বাধা দেওয়ায় এক ব্যক্তির উপর এলোপাথারী হামলা করা হয়েছে। এসময় বাধা প্রধানকারী ব্যক্তির উপর অন্তত ১০ জন মিলে আক্রমন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর আজম খান নামে ৫৪ বছর বয়সী ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ২১ মার্চ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরের অষ্টগ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ২৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া সদর (মডেল) থানায় ১০ জনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। আহত আজম খাঁনের চাচাতো ভাই বাদি হয়ে অভিযোগটি দায়ের করেন। আসামীরা হলো, অষ্টগ্রামের মৃত ইত্তে খানের ছেলে সুমন খান, তার ভাই বাবু খান, মৃত জমশিদ মিয়ার ছেলে গ্রাম্য ডাক্তার মাহতাব উদ্দিন, তার ছেলে বাপন ও তার ভাই বাধন, আহতাব উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন, ও অষ্টগ্রামের হানিফ মিয়ার ছেলে তাহসিন মিয়া ও হানিফ মিয়াসহ আরও কয়েকজন।

অভিযোগপত্র থেকে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। এর মধ্যে ১ নম্বর আসামী সুমন খাঁন মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত। মোট ৪টি বিয়ে করেছে , এর মধ্যে বর্তমানে ৩ স্ত্রী আছে, এছাড়াও সে বিভিন্ন নারী কেলেঙ্কারীর সাথেও জরিত। সে সবসময় এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। সেখানে এমরান খাঁনের বাবা সুরুজ খাঁনের জায়গা অবৈধ ভাবে দখল করতে আসে সুমন। তখন তৃতীয় পক্ষ আজম খাঁন এবিষয়ে ন্যায় কথা বলায় তার উপর এলোপাথারী আক্রমন চালায় অভিযুক্তরা।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার ওসি তদন্ত সোহরাব হাসান জানিয়েছেন, অভিযোগের বিষয়ে অচিরেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।