Tepantor

প্রার্থীর উপর হামলা, ভিপি হাসান সহ পুলিশ হেফাজতে ৪

৯ মার্চ, ২০২৪ : ১:৩৩ অপরাহ্ণ

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ উপনির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি যুবনেতা হাসান সারোয়ারসহ ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। হাসান সারোয়ারসহ অন্যরা সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিনের চশমা প্রতীকের সমর্থক বলে জানা গেছে।

৯’ই মার্চ শনিবার সকাল এগারোটার সময় জেলা পরিষদ উপনির্বাচনে ভোট চলাকালীন নবীনগরে এ হামলার ঘটনা ঘটে।

জেলা পরিষদ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম জানান,প্রার্থীর উপর হামলার ঘটনার কথা জানতে পেরেছি,ভিপি হাসানসহ অন্যরা পুলিশ হেফাজতে আছে।

হামলার শিকার জেলা পরিষদ উপনির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ বিল্লাল মিয়া বলেন,আমার উপর হামলা হয়েছে, মারধর করা হয়েছে। হামলার ঘটনায় ভিপি হাসানসহ চার জনকে পুলিশে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নিবো।

নবীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, আমিতো নির্বাচনের কেন্দ্রে আছি। এটা একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। নির্বাচনের পর সুনির্দিষ্ট তথ্য দিতে পারবো।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।