Tepantor

নাসিরনগরে স্কুল মাঠ ও সরকারি রাস্তা বন্ধ করে বসছে পশুর হাট

১৩ ফেব্রুয়ারি, ২০২০ : ৩:৪৩ অপরাহ্ণ ৩৫৩

মোঃ আব্দুল হান্নান: জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় ডিগ্রী কলেজের মাঠ ও ফান্দাউক ইউনিয়নের ফান্দাউকে নাসিরনগর ছাতিয়াইন সরকারি রাস্তা বন্ধ করে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার বসছে গরুর হাট।

নাম প্রকাশে অনিচ্ছুক এই কলেজের ছাত্র/ছাত্রীরা জানান, গরুর হাটের কারণে বুধবারে কলেজ প্রায় বন্ধ থাকে। গরুর ভয়ে ও মল মুত্রের দুর্গন্ধে কলেজে আসতে চায় না ছাত্র/ছাত্রীরা। অপরদিকে রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা জানায় রাস্তায় পশুর হাট বসার কারণে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

এ বিষয়ে চাতলপাড় ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ওমর আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে ছাত্র/ছাত্রীদের অভিযোগ সত্য বলে জানান তিনি।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।