Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৬

৬ মার্চ, ২০২০ : ৯:৪৯ পূর্বাহ্ণ ১৬২২

তেপান্তর রিপোর্ট: শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় লিমন পরিবহন বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ০৬ জন নিহত হয়েছেন। এঘটনায় ৪ জন আহত হয়েছেন।

Tepantor

নিহতরা হলেন: ১। সোহান (মাইক্রোচালক চালক)(২২) , পিতা- খোরশেদ আলম, দেউলি বাড়ি, ২। সাগর (২২), সাং-নবীগন্জ,
৩। রিফাত (১৯), পিতা-নুরুল হক, ৪। ইমন (১৮), পিতা- আওলাদ মিয়া, এবং অজ্ঞাত ০২ জন সহ মোট ০৬ জন। সর্বসাং- দেউড়ি চৌরাপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়নগন্জ।

আহতরা হলেন: ১। জিসান(১৮), পিতা-শহিদ মিয়া,। ২। বিজয় (১৯), পিতা- আফজাল হোসেন, ৩। আবির (১৭), পিতা- সাইদুল, সর্বসাং দেউড়ি চৌরাপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়নগন্জ, ৪। শাহিন (১৬), পিতা-ফারুক মিয়া, সাং- বরিশল, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর।

দূর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে পুড়ে গেছে। বাসটি মহাসড়কের পাশে রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট রয়েছে। যানবাহন ধীরে ধীরে চলছে। পুড়ে যাওয়া মাইক্রোবাসটি নারায়নগন্জ হতে সিলেটে শাজজালাল (রহ:) এর মাজারে যাচ্ছিল।

বাসটি সুনামগন্জ হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। উদ্ধার কার্যক্রম চলমান। আহত আবির (১৭) কে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা অন্য ০৩ জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত ০৬ জনের মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকার খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।