Tepantor

‘পাশে আছি আমরা’এপর্যন্ত পাঁচ ধাপে ১৩৭৫টি পরিবারকে নগদ ও ত্রান হিসেবে মোট ৯ লাখ ২২হাজার ২১৮ টাকা দিয়েছে

১১ মে, ২০২০ : ৫:৩৭ অপরাহ্ণ ১০৫৫

আসাদুজ্জামান আসাদঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও নিম্নআয়ের মানুষদের সহায়তা দিতে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা পরিবারের সংগঠন ‘পাশে আছি আমরা’ তাদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এপর্যন্ত পাঁচ ধাপে ১৩৭৫টি পরিবারকে নগদ ও ত্রান হিসেবে মোট ৯ লাখ ২২হাজার ২১৮ টাকা দিয়েছে তারা।

Tepantor
  1. ৭ই মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৬০ জন জেলে ও ৪০ জন তৃতীয় লিঙ্গের মোট ১০০ জনকে নগদ সহায়তা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। জনপ্রতি ১হাজার টাকা করে মোট একলাখ টাকা প্রদান করা হয় এদিন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১), বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পংকজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ,সাংবাদিক মো.আরজু, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গনি সজীব, মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব পারভীন আক্তার, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক জনাব সাহিদুল ইসলাম প্রমুখ। এরআগে ৬ই মে বিজয়নগর উপজেলার চরইসলামপুর,দত্তখোলা,হরষপুর ও পাইকপাড়া গ্রামের ৩০৬ জনের মধ্যে নগদ ১লাখ ৫৩ হাজার টাকা বিতরন করা হয়।

এরআগে এপ্রিল মাসে শহরের গোকর্ণঘাট, ছয়বাড়িয়া ও সরকারপাড়ার ২০০ পরিবার,নয়নপুর, মৌড়াইল এলাকার ৩০০ পরিবার এবং ২০০ জন সিএনজি,অটো ও রিক্সা ড্রাইভার ও ২৭০ জন অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।