মীর আল রায়হান
— তোরে এখনো খুজে বেড়াই নীল দরিয়ার কোনো এক প্রান্তরে,,,,,
— তুই বাসা বুনেছিলি মোর এই অন্তরে।
— জানিনা হবে কি আবারও দেখা,,,,,
— একাকীত্বে হয়ে গেছে মোর অনেক কিছু শেখা,,,,,
— তবুও যদি কোনো দিন হয় আবার দেখা,,,।।
“””” তবে””””
— তোর ওই মায়াবী দুই নয়নের চাহুনিতে/ ইশারায় মোরে ডাকিস,,,,,
— দূর থেকে আমিও বলব তুই ভাল থাকিস,,,,
— যদি মোরে ওই আগের মতোই ভালবাসিস,,,?
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2021 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics