Tepantor

ভোলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী দলের বিক্ষোভ

২০ অক্টোবর, ২০১৯ : ৭:২৯ অপরাহ্ণ ২৭৫

জহির রায়হান : ভোলায় পুলিশের গুলিতে ৪ জন নিহতের ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

Tepantor

আজ রবিবার বিকেলে শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল মমিন ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কাশেম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের উপর পুলিশের এমন হামলা ন্যাক্কারজনক। অনতি বিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এর কঠিন জবাব দেয়া হবে। এসময় আগামীকাল সোমবার জেলা ব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।