Tepantor

সোজা হ বান্দা

৮ জুন, ২০২০ : ৮:৪১ অপরাহ্ণ ৯০২

 

  হ.ম.সাইফুল ইসলাম মনজু 

তখনও হয়নি ভোর,

পাশের বাড়িটা লোকে লোকালয় বুঝেছি শোনে ও’শোর!

অমনি ইথারে মসজিদ হতে খবর এসেছে ভেসে,

অমুক বাড়ির তমুক যে শেষ! গেছে না ফেরার দেশে!

ঝট করে যেনো চলে গেলো ঘুম, লোম হয়ে গেছে খাড়া,

হৃদয়গহীন মোচড়ে ওঠেছে কাঁপছে দেহটি সারা।

কতই শুনেছি শোক সংবাদ অমন লাগেনি আগে,

আজ কি হলো! আচমকা যেন কত কী মননে জাগে!

প্রথম মানব হাজার বছর হায়াত পেয়েছে বটে,

পরিশেষে তার জীবনাবসান মৃত্যু গিয়েছে ঘটে!

কত বড় ছিল এই দুনিয়ার বাদশা সোলায়মান,

তিনিও করেছেন খোদার হুকুমে মৃত্যুপেয়ালা পান।

দুই জাহানের সরদার যিনি সৃষ্টিজগতে সেরা,

তাঁর সে সোনালী জীবনও ছিল মৃত্যুবিবরে ঘেরা!

ক্ষমতার বলে খোদা দাবীদার মিশরের ফেরাউন,

নীলনদ হলো যমরূপে খাড়া সকরুণরূপে খুন!

ও’পথে সকলে চলেছে চলবে ভূঁই যতদিন আছে,

কেবা জানে কার মরণ সুদূরে কার বা রয়েছে কাছে!

কাছে কিবা দূরে রয়েছে রয়েছে সেই পরোয়ানা ঠিক,

নিজেকেই বলি সোজা হ বান্দা নতুবা দোযখ-ধিক্!

(রচনাকাল ২৫-০২-২০২০

মজলিশপুর, ব্রাহ্মণবাড়িয়া।)

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।