আমার দেশের জনগণের
ভিত্তিটুকু পচে গেছে!
আমার দেশের মাথাগুলো
বড্ড বেশি নুইয়ে গেছে।
আমার দেশের বুদ্ধিজীবী
বিক্রি হয়ে বিকিয়ে গেছে!
আমার দেশের শ্রমিক নেতা
পুঁজিবাদে মিশে গেছে!
আমার দেশের ছাত্র-ছাত্রীর
নৈতিকতা ক্ষয়ে গেছে।
আমার দেশে রাজাকার আজ
বাঁচছে দারুণ নতুন বেশে!
আমার দেশে মুক্তিযোদ্ধা
রিক্সা টেনে ধুকে মরে
আমার দেশে মাদকরাজা
অট্টালিকার পাহাড় গড়ে!
আমার দেশে দিনের বেলায়,
মরছে রোগী হেলায়-ফেলায়।
আমার দেশের ভন্ড মোড়ল
বড্ড হাসি;দাঁত যে কেলায়!
আমার দেশের কৃষক-শ্রমিক
ক্রোধে-রাগে গজগজে;
আমার দেশ দুর্নীতিতে
বড্ড বড়;কচকচে!
আমার দেশের সোনালী অতীত
যাঁতাকলে পিষে গেছে!
কারণ হলো, এই আমাদের
ভিত্তিটুকু পচে গেছে!
লেখা: ফজলে রাব্বি
শিক্ষার্থী,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2021 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics