তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের এক দিন পর মোঃ রিয়াম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার খাসনগর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, সোমবার বিকেল থেকে রিয়াম তার বন্ধুদের সাথে নদীর পাড়ে খেলাধূলা করতে গিয়ে নিখোঁজ হয়। একদিন পর শিশুটির পরিবারের সদস্যরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2022 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics