তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিনবাগত রাত ১টার দিকে বিজয়নগরের আড়িয়া উচাব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম খোকন মিয়া (২৭), তিনি বিজয়নগরের চান্দুরা (ইব্রাহিম পুর) গ্রামের মধু মিয়ার ছেলে।
রোববার(২০ সেপ্টেম্বর) বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে অতিরিক্ত বালি নিয়ে ট্রাকটি উপজেলার চম্পকনগর থেকে আউলিয়া বাজারের দিকে যাচ্ছিলো। এসময় পথে আড়িয়া উচাব্রিজটিতে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন গাড়িতে থাকা খোকন গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। ট্রাকটিতে অতিরিক্ত বালি নেওয়ার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। খোকন পেশায় ট্রাকে বালি লোড-আনলোডের কাজ করতেন।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2021 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics