Tepantor

নবীনগরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ও তার সহযোগী গ্রেফতার

১৩ অক্টোবর, ২০২০ : ২:৩৮ অপরাহ্ণ ৭৮৭

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে খুদ নিজের পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুর ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

Tepantor

মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেনের নেতৃত্বে নবীনগর থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ রুহুল আমিন ও এসআই মামুনসহ একদল পুলিশের দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের মোঃ কালা
মিয়া মোঃ আবু সাঈদ ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকুল হোসেন জানান, গত রবিবার (১১/১০) সন্ধ্যায় ভুক্তভোগী ওই পুত্রবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে শ্বশুর।
পরে তার সহযোগী ও তার বন্ধু আবু সাঈদকে দিয়েও দ্বিতীয় দফায় ওই গৃহবধূকে ধর্ষণ করে । এই ঘটনায় অভিযান চালিয়ে দুজন ধর্ষককে গ্রেফতার
করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে বলেও জানান পুলিশের
এই শীর্ষ কর্মকর্তা।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।