Tepantor

আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর প্রয়াণ

৩০ অক্টোবর, ২০২০ : ১:৩৪ অপরাহ্ণ ৫০৩

তেপান্তর রিপোর্ট: চির বিদায় নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু। শুক্রবার ভোররাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন।

আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এ শোক জানান। এসময় নেতৃবৃন্দ প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।