Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় কবি-গীতিকার একেএম হারুনুর রশীদ স্মরণ

৮ নভেম্বর, ২০২০ : ৩:২৮ অপরাহ্ণ

তেপান্তর রিপোর্ট: গতকাল ৮ নভেম্বর ছিলো তিতাস পাড়ের আলোকিত শিক্ষাবীদ,বরেন্য কবি-গীতিকার-নাট্যকার ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে এম হারুনুর রশীদের ১৫তম প্রয়াণ বার্ষিকী। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার সকালে কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ,জিয়ারত ও মোনাজাতের আয়োজন করেন তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ। ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে এ কর্মসূচীতে অন্যান্যের মাঝে অংশ গ্রহণ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন,জেলা কৃষকলীগ নেতা বরকত খান,শেরপুর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন,সাংগঠনিক সম্পাদক এরফান সুজন,দপ্তর সম্পাদক মুস্তাকিম সম্পাদক,অর্থ সম্পাদক আনিসুর রহমান,সাহিত্য সম্পাদক সৈয়দ রেজা-এ রাব্বী,অনুষ্ঠান সম্পাদক সৈয়দ আশিকুজ্জামান। এছাড়া পারিবারিক উদ্যোগে দোয়া-কোরানখানি এবং সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী নিজস্ব মিলনায়তনে স্মরণসন্ধ্যার আয়োজন করেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।