Tepantor

পরিদর্শক সমিতি ও জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি

২৬ নভেম্বর, ২০২০ : ১:১৭ অপরাহ্ণ

তেপান্তর রিপোর্ট: চার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমূসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করেছ জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি ও জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন। বৃহষ্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে সদরে কর্মরত ৬০জন এ কর্মসূচীতে অংশ নেন।

কর্মসূচী চলাকালে সদর উপজেলা সংগঠনের সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সমিতির আহবায়ক এম. আব্দুল বাছেদ। জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন সভাপতি আরশাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়কমনির হোসেন, সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সংগঠনের সদর উপজেলা সভাপতি রুবেল মিয়া, সাধারন সম্পাদক নাজির আহমেদ দিদার, আইরিন চৌধুরী, তাসলিমা খন্দকার, রাজিয়া সুলতান, মারজান বেগম, জেসমিন আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ১৯৯৮ সালে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনার দেওয়া ঘোষণা স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন আপগ্রেড বাস্তবায়ন করতে হবে।

এদিকে একই দাবীতে জেলার নাসিরনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে উপজেলা শতাধিক স্বাস্থ্য সহকারী এ কর্মসূচিতে অংশ নেয়। বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন কমিটির প্রধান সম্বনয়ক আহবায়ক সফিউল আলম, সংগঠনের সম্পাদক জুলহাস শাহসহ ফজল ভূইয়া ও নীলকান্ত বিশ্বাস প্রমুখ। জেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী ৫১৮জন কর্মবিরতি পালন করছেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।