Tepantor

নবীনগরে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

৩ ডিসেম্বর, ২০২০ : ৬:৪৭ অপরাহ্ণ ৬৯৭

মো. সফর মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের উত্তর দাসকান্দি গ্রামের পাশে মেঘনা নদীর তীর থেকে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক (৪৫) বছরের এক অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

Tepantor

মেঘনা নদীর তীরে লাশটি ভেসে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি তদন্ত রহুল আমিন বলেন, উদ্ধার হওয়া লাশের শরীরে প্রাথমিক তদন্তে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, লাশটি তরতাজা অবস্থায় রয়েছে।

আশপাশের গ্রামের লোকজন লাশটি শনাক্ত করতে পারেনি। নৌকা ডুবে অথবা অন্য কোন ঘটনায় উজানের পানির স্রোতের সাথে ভেসে লাশটি এখানে এসেছে। উদ্ধার হওয়া নারীর পড়নে বোরখা ও কানে সোনার জিনিস আছে, সুরুতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।