Tepantor

কসবায় “খাড়েরা ব্যাটমিন্টন টুর্নামেন্ট” অনুষ্ঠিত

৬ ডিসেম্বর, ২০২০ : ৫:৪৫ অপরাহ্ণ ৫৫৭

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ‘খাড়েরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’ শুরু হয়েছে। গত ৪ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫টায় খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় খেলা শুরুর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tepantor

ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আবু বক্কর। খাড়েরা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুটি চৌমুহনীস্থ জনতা রাইছ মিল এন্ড টিম্বারস এর স্বত্ত্বাধিকারী মোঃ মোছাদ্দেক হোসেন।

আদি আল জোবায়েরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক বাহাদুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি হাজী মোঃ আবু বক্কর বলেন- খেলাধুলা একটি শরীর চর্চা। সুস্থ দেহ-মন গঠনে এ চর্চা অনেক জরুরী। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। তিনি তরুণ ও যুব সমাজকে সামাজিক অনাচার, মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। নিয়মিত পড়াশুনার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় হাজী মো: আবু বক্কর বলেন এই আয়োজনের অন্যতম সদস্য মো: সোহাগ ও মো:ছাব্বির মোল্লা সহ কমিটির সকলের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সভা শেষে তালতলা বনাম কুটি গেইমস টুয়েন্টি ওয়ানের মাঝে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।