তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইটভাটায় দেওয়ালের নিচে চাপা পড়ে খালেক (৪৫) নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকার ৯টার সময় মিরপুর এলাকার “টু স্টার ব্রিক্স ফিল্ড”এ এই ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত খালেক মিরপুর গ্রামের গোলাম রহিমের ছেলে।
ইটভাটার পাহাড়াদার শামীম জানিয়েছেন, এটভাটার একটি দূর্বল ভাঙ্গা দেওয়ালের পাশে দেওয়াল নির্মানের কাজ করছিল খালেক, তখন দেওয়াল ভেঙ্গে তার উপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হোন।
মর্গে গিয়ে দেখা গেছে খালেকের দুটি পা পুড়োপুড়ি থেতলে গেছে।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হক রনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইটভাটার শ্রমিক মারা গেছেন।
এবিষয়ে টু স্টার ইটভাটার মালিক ‘হিরু’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2021 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics