Tepantor

আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি ২ দিন বন্ধের কবলে 

১৩ ফেব্রুয়ারি, ২০২১ : ১১:২১ পূর্বাহ্ণ ৫৭১
Tepantor
আশরাফুল মামুনঃপৌরসভার নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য দুইদিন বন্ধ রয়েছে । চতুর্থ ধাপে ১৪ ফেব্রুয়ারী রবিবার আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আজ শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত এই বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে।
 বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ী নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী দূ দেশের যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের অন্যন্যা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন কাস্টমস সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলী।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং আগামী ১৫ ফেব্রুয়ারী সোমবার থেকে আমদানি রপ্তানি বানিজ্য যথারীতি শুরু হবে।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।