আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজার গাছসহ সহিদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সহিদ মিয়া অত্র উপজেলার ভারত সীমান্তবর্তী মনিয়ন্দ ইউপির নেয়ামুড়া এলাকার বাসিন্দা। গাঁজা ব্যবসায়ী সহিদ মিয়ার ছেলে আনোয়ার মিয়া ও একজন এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং নাজু হত্যা মামলার অন্যতম পলাতক আসামী। জানা গেছে আটককৃত শহিদ মিয়া তার বাড়িতেই গোপনে গাঁজা চাষ করেন এবং সেবন ও বিক্রি করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, আটককৃত ব্যক্তির সবজি ক্ষতের মধ্যে গাঁজা গাছ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ তাকে আটক করে পুলিশ।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2021 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics