Tepantor

কুরবানির ফযিলত ও প্রতিদান

১৬ জুলাই, ২০২১ : ৩:০৯ অপরাহ্ণ ৫২৫

মুফতী মোহাম্মদ এনামুল হাসান: আমল সমূহের মধ্যে এখলাস হলো সমস্ত আমলের রুহ বা আত্মা। এবং প্রত্যেক ঐ আমল যার মধ্যে এখলাস নেই তা ঐ দেহের ন্যায় যার মধ্যে রুহ নেই।

Tepantor
এবাদতের মধ্যে প্রত্যেক মুসলমানদের একমাত্র এই উদ্দেশ্য থাকা অত্যাবশ্যক যে, সে আল্লাহতায়ালার এবাদত করে তার সন্তুষ্টি অর্জন করবে।

এমনভাবে কুরবানির মধ্যে ও নিয়ত খালেস হওয়া জরুরি।

কেননা, আল্লাহতায়ালার কাছে কুরবানিকৃত পশুর গোশত এবং তার রক্ত পৌছায়না কেবলমাত্র বান্দাহর তাকওয়া ই পৌছায়।

এইজন্য সর্বদা প্রত্যেক নেক আমলের উদ্দেশ্য এই হওয়া চাই যে, আমার নামায, আমার কুরবানি, আমার জীবন আমার মৃত্যু সবকিছুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন এই খালেস নিয়তে কুরবানী করা হবে তখন সত্যিকার অর্থেই তাকওয়া অর্জিত হবে।

যখন খালেস নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কুরবানী করা হয় তার ফযিলত সম্পর্কে হজরত আয়েশা (রাঃ) হতে বর্নিত আল্লাহর রাসুল (সাঃ) বলেন যে, ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো কুরবানির জন্তুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। এবং কিয়ামতের দিন জবেহকৃত পশু তার শিং,পশম ও ক্ষুর নিয়ে উপস্থিত হবে। এবং জবেহকৃত পশুর রক্ত জমিনে প্রবাহিত হওয়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।

( আবুদাউদ, ইবনে মাজাহ তিরমিজি শরিফ)।

ইমাম হাসান (রাঃ)বলেন যে হুজুর (সাঃ) এরশাদ করেছেন যে, যে ব্যক্তি আনন্দ চিত্তে সওয়াবের আশায় কুরবানি করবে তার জন্য ঐ কুরবানিকৃত জন্তু জাহান্নাম থেকে হেফাজতকারী ঢাল হবে।

হজরত হুরাইরা (রাঃ)হতে বর্নীত, হুজুর (সাঃ) এরশাদ করে বলেন সামর্থ থাকার পরও যে ব্যক্তি কুরবানি করবেনা সে যেন আমার ঈদগাহে না আসে।

হজরত যায়েদ ইবনে আরকাম (রাঃ)হতে বর্নিত, সাহাবায়ে কেরাম (রাঃ)হুজুর (সাঃ)জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল (সাঃ)! কুরবানী কি? উত্তরে রাসুলুল্লাহ (সাঃ) বললেন কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম (আঃ) এর সুন্নত। পূনরায় সাহাবায়ে কেরাম (রাঃ)জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল (সাঃ)! এর বিনিময়ে আমরা কি পাবো? উত্তরে রাসুলুল্লাহ (সাঃ) বললেন কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে নেকী দেওয়া হবে।

(ইবনে মাজাহ)।

হুজুর (সাঃ) এরশাদ করেন, সবচেয়ে উত্তম কুরবানি হলো যা তুলনামূলক অধিক দামী ও দেখতে খুব সুন্দর।

আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব আল্লাহতায়ালা আমাদের সকলকেই এখলাসের নিয়তে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করার তাওফিক দান করুন, আমিন।

লেখক: মুফতী মোহাম্মদ এনামুল হাসান

উস্তাদ, জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈযদুন্নেছা ও কারিগরি শিক্ষালয় কাজীপাড়া ব্রাক্ষণবাড়ীয়া

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।