Tepantor

নবীনগরের রসুলপুর সিএনজি স্টেশন স্থাপনে অনড় মালিক সমিতি,অন্যথায় সকল যান চলাচল বন্ধের হুঁশিয়ারি

২৯ জুলাই, ২০২১ : ৬:১৬ অপরাহ্ণ ৭৮৬

মো. সফর মিয়া: নবীনগরের নাটঘর ইউনিয়নের রসুলপুরে সি এন জি, অটোরিকসা স্ট্যান্ড চায় মালিক সমিতি ও এলাকাবাসী। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরের আমিনপুরের লোকজন ও চালকেরা চায় আমিনপুরে স্ট্যান্ড হোক। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শান্তিপূর্ন সমাধানে রসূলপুর স্ট্যান্ড চেয়ে সাংবাদিক সম্মেলন করেন পূর্বাঞ্চলের সি এন জি -অটোরিকশা মালিক সমিতির লোকজন।

চলমান লকডাউন এর মধ্যে নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ১ হাজার সিএনজি অটোরিকশা চালকেরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিনাতিপাত করছে। ব্রাহ্মণবাড়িয়ার পৌর সদরের সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার পর থেকে পূর্বাঞ্চলের সিএনজি ও অটোরিকশা চালক মালিক সমিতি নাটঘর ইউনিয়নের রসুলপুরে তাদের অস্থায়ী স্ট্যান্ড গড়ে তুলে। শুরুতে পূর্বাঞ্চলের সকল চালকরা ঐক্যবন্ধ থাকলেও পরবর্তীতে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। পূর্ব ছয় ইউনিয়নের কিছু সিএনজি চালক এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার সিএনজি চালকদের সাথে গোপন আঁতাত শুরু করেন। তারা রসুলপুর সিএনজি স্ট্যান্ডকে অরক্ষিত রেখে নিজেদের মতো চলাচল শুরু করে। এমন পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে শুরু হয়েছে চাপা ক্ষোভ।যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরণের সংঘাত সংঘর্ষ।

রসুলপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ঐক্য বিনষ্ট করে কাউকে নাটঘর ইউনিয়নের উপর দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে যেতে দেওয়া হবে না। তাদের দাবি হয় শহরের সিএনজি চালকদের সাথে সুন্দর সমঝোতা করতে হবে,নয়তো রসুলপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডকে সমর্থন দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। এরই মধ্যে রসুলপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বাস্তবায়নের জোরালে দাবীতে সাংবাদিক সম্মেলন করেন পূর্বাঞ্চলীয় সিএনজি অটোরিক্সা মালিক সমিতি।

বৃহস্পতিবার(২৭/৭) সকালে স্থানীয় রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ মালিক সমিতির নেতারা। তারা অতি দ্রুত রসুলপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ড বাস্তবায়নে সবাইকে এক হওয়ার দাবী জানান। অন্যথায় আগামী ৩১ জুলাই থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির পক্ষে সংগঠনের উপদেষ্টা ও নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। এ সময় পূর্বাঞ্চলীয় সিএনজি মালিক সমিতির সভাপতি নুরুল হক সরকার,সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া, দপ্তর সম্পাদক শাহ আলমসহ সিএনজি ও অটোরিকশা চালকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।