Tepantor

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু

২৫ আগস্ট, ২০২১ : ১০:৫৭ অপরাহ্ণ ১২১১

শেখ রাজেন: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়েছে।

Tepantor

বুধবার থেকে এই প্লান্টের মাধ্যমে হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা পুরোদমে অক্সিজেন সেবা পাচ্ছেন। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুর ফলে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় একধাপ অগ্রগতি হয়েছে।

জানা গেছে, এই সিস্টেমের ফলে এক সঙ্গে ২৫০ জন রোগীকে অক্সিজেনের আওতায় আনা যাবে। সেই সঙ্গ দেয়া যাবে অধিক অক্সিজেন চাহিদা সম্পন্ন রোগীদের হাই ফ্লো ন্যাজালের ক্যানোলার মাধ্যমে অক্সিজেন সেবা।

সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, লিকুইড অক্সিজেন প্লান্টের মাধ্যমে সেন্ট্রাল সিস্টেম চালু হওয়ায় করোনার চিকিৎসায়
ব্রাহ্মণবাড়িয়া আরো একধাপ এগিয়ে গেছে। এই সিস্টেমের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সেবা নিশ্চিত হবে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।