Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দূর্ঘটনায় ২২ জনের মৃত্যুর সেই নৌকাটি উদ্ধার করা হয়েছে

২৯ আগস্ট, ২০২১ : ১:২১ অপরাহ্ণ ৪৭৪

আশরাফুল মামুন: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে নৌকা ডুবে নারী শিশু সহ ২২ জনের সলিল সমাধি হয়েছে। মৃতদের মাঝে বেশিরভাগ ই নারী ও শিশু। ডুবে যাওয়া সেই নৌকাটি ৪২ ঘণ্টা পর রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ট্রলারটিকে পানির নিচ থেকে উদ্ধার করে।

এর আগে গত শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় তিতাসের লইসকা বিলে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটি বিজয়নগরের চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার নৌকাঘাটের দিকে আসছিল। এই ভয়াবহ নৌ দূর্ঘটনার মামলায় ইতিমধ্যে পুলিশ ৫ জন কে গ্রেফতার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথভাবে ডুবে যাওয়ার ট্রলারটিকে উদ্ধার করে। ট্রলারের ভেতরে আজ নতুন করে কোনো মরদেহ পাওয়া যায়নি।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।