Tepantor

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত

৭ সেপ্টেম্বর, ২০২১ : ৫:২৮ অপরাহ্ণ

শেখ রাজেন:ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কে বাসের চাপায় উজ্জল মিয়া (২৭) নামের ব্যক্তি নিহত হয়েছে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় শহরের পীর বাড়ির এলাকা এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উজ্জল সদর উপজেলার মজলিশপুর গ্রামের
হাসান মিয়ার ছেলে এবং শহরের ঘাটুরা এলাকার হাজী মাহবুবুর রহমান
গ্যারেজের অটোরিকশার চালক।

এ ঘটনায় কুমিল্লা ট্রান্সপোর্টের বাস চালক কবির মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, দুপুরে উজ্জল মিয়া তার অটোরিকশা নিয়ে পীরবাড়ি থেকে শহরের আসার পথে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে উজ্জল অটোরিকশা থেকে ছিটকে পড়ে গেলে তার উপর চাপায় দেয়। ঘটনাস্থলে উজ্জ্বল মারা যায়। এলাকারবাসীরা বাসটির চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করি। কুমিল্লা ট্রান্সপোর্টের বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক কবিরকে আটক করেছি। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।