Tepantor

ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা,আখাউড়া সচেতনমূলক সভা

২০ সেপ্টেম্বর, ২০২১ : ৪:৪৫ অপরাহ্ণ

আশরাফুল মামুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চেইন পুলিং এবং রেলপথে নাশকতা প্রতিরোধে পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জনসচেতনতা মূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ সেপ্টেম্বর) সকালে অত্র উপজেলার আজমপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে জিআরপি পুলিশের আয়োজনে এ সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন,চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কারীর বিষয়ে তথ্য প্রমাণ দিলে কিংবা তাকে ধরিয়ে দিলে ১০০০০ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে পুলিশ।

জনসচেতনা মূলক কার্যক্রমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকির(ওসি)মোঃ জাহাঙ্গীর আলম,আখাউড়া রেলওয়ে জিআরপি পুলিশের এস আই হাতেম আলী ভূঁইয়া, আজমপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেনসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেলওয়ে জিআরপি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর আখাউড়া চৌকির (ওসি)মোঃ জাহাঙ্গীর আলম জানান,বর্তমান সময়ে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পেয়েছে।সেই আলোকে আমরা বিভিন্ন রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছি

রেলওয়ে সূত্রে জানা গেছে চলতি বছরের মাত্র ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে শতাধিক পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন শতাধিক যাত্রী।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।