Tepantor

নাসিরনগরে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধে উঠোন বৈঠক

২৫ নভেম্বর, ২০১৯ : ৫:২০ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান: নারী পুরুষ সমতা, “রুখতে পারে সহিংসতা” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ২৫ নভেম্বর ২০১৯ রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ন ইউনিয়নের হরিদাসী উইমেন এন্ড চাইল্ড কেয়ার নিউট্রিশন কেন্দ্রে, তথ্য আপা জিডিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) অধীনে জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্দ্যোগে এক উঠোন বৈঠক অনুষ্টিত হয়। এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ আলহাজ¦ বিএস ফরহাদ হোসেন সংগ্রাম। সম্মানিত অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য মিসেস গেøারিয়া ঝর্ণা সরকার, নাহিদা ইজাহার খান উম্মে ফাতেমা নাজমা বেগম বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম এমবিসি, অতিরিক্ত সচিব তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক মিনা পারভীন। অনুষ্ঠানে সভাপতির দায়ীত্ব পালন করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এডঃ অধ্যাপক মমতাজ বেগম। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুশিল সামাজের লোকজন উপস্থিত ছিলেন।

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।