তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় ডোবার পানিতে পড়ে জাবেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তেলিনগর গ্রামে এ ঘটনা ঘটে। জাবেদ তেলিনগর গ্রামের সোহাগ মিয়ার ছেলে।
জাবেদের চাচা সোহেল মিয়া জানান, জাবেদ বাড়ির পাশে বাচ্চাদের সাথে খেলতে গিয়ে তেলনগর বড় মসজিদের পাশের একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির ডোবার পানিতে জাবেদকে দেখে তুলে আনেন। পরিবারের সদস্যরা জাবেদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
শিশুটির মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে, সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলাইমান মিয়া জানান, হাসপাতালে নিয়ে আসার বেশ আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মৃত শিশুর পরিবারের লোকেরা তার লাশ নিয়ে চলে গেলে।
তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Copyright © 2022 তেপান্তর | Design & Developed By: ZamZam Graphics