Tepantor

আশুগঞ্জে শরীফপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ

২১ জানুয়ারি, ২০২২ : ৭:২৬ অপরাহ্ণ ৩২০

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর গ্রামে “শরীফপুর প্রবাসী কল্যান সংগঠন”র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকেলে শরীফপুর দক্ষিণ মার্কেটে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০০ গরীব ও দুস্থদের মধ্যে এই কম্বল বিরতণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সৌদি প্রবাসী মোঃ সুজন মাহমুদ,   যুগ্ম সাধারণ  সম্পাদক  ও সৌদি প্রবাসী  আসাদুল্লাহ, দপ্তর সম্পাদক ও  সৌদি প্রবাসী  মাসুদ  রানা , সদস্য  ও কুয়েত প্রবাসী আরমান  আলম ,    সদস্য  ও লেবানন  প্রবাসী সোহেল, আরেক  সদস্য  ও সৌদি  প্রবাসী সোহেলসহ  আরো অনেকে।

এসময় আয়োজকরা বলেন, শরীফপুর প্রবাসী কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন।এর উদ্যেশ্য হলো গরীর ও অসহায় মানুষদের সহায়তা করা।গ্রামের বেশিরভাগ প্রবাসী এই সংগঠনের সদস্য। আমরা সবার সহযোগীতায় আমাদের গ্রামের অসহায় মানুষদের পাশে দাড়াতে চাই।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও তবারক বিতরণ করা হয়।

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।