Tepantor

স্ব-পরিবারে করোনাভাইরাসে আক্রান্ত এমপি মোক্তাদির

২৪ জানুয়ারি, ২০২২ : ১০:২৯ অপরাহ্ণ ১৪০

তেপান্তর রিপোর্ট: সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য (এমপি) র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন, মেয়ে অন্বেষা ও নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে ফেসবুক পোস্ট দেন তিনি

Tepantor

প্রফেসর ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক। বর্তমানে তিনি ইউনিভার্সিট অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে কর্মরত আছেন।

এমপি মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী এমএএইচ মাহবুব আলম জানান, সোমবার সকালে সংসদ সদস্য নিজের এবং তার স্ত্রী ও মেয়ের করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। বিকেলে তাদের তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে।

এমপি মোকতাদির চৌধুরী জানান, করোনা পজিটিভি হলেও শারীরিক কোনো সমস্যা হচ্ছে না। সেজন্য বাড়িতে থেকেই তারা চিকিৎসা নেবেন।

এনআইএ/এসকে

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।