Tepantor

ব্রাহ্মণবাড়িয়ার ২ উপজেলার ১৪টি ইউপিতে ভোট গ্রহণ চলছে

৩১ জানুয়ারি, ২০২২ : ১:৫৫ অপরাহ্ণ ১৩৪

তেপান্তর রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Tepantor

কিন্তু সকাল ৯টার দিকে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল উচ্চ বিদ্যালয় ও নবীনগরের শিবপুর ইউনিয়নের বাঘাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি ভোটকেন্দ্রের বুথে ইভিএম মেশিনে ত্রুটি থাকায় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ।

বাঘাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সোহেল রানা জানান, সকালে কয়েকটি ভোট নেওয়ার পর ৯নং কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়। পরে তা ঠিক করে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শিমরাইল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৌরদীপ মজুমদার জানান, আমার কেন্দ্রের ৯টি বুথের মধ্যে ৮টি ভালো আছে। ৬নং কক্ষের ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেওয়ায় তা ঠিক করার পর আবার ভোটগ্রহণ শুরু হয়েছে।

 

এনআইআকঞ্জি/এসকে

 

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।