Tepantor

কবিতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯ ফেব্রুয়ারি, ২০২১ : ৮:৩০ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ দেখিনি,দেখিনি মার্চের উত্তাল দিনগুলো
তবুও স্পষ্ট বেজে উঠে
তোমার বজ্রকন্ঠ,সেই সুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর।আজও মনে হয় এই আমিই যেন
সু-স্পষ্ট সেদিন,
৭ ই মার্চের বুক কাঁপানো ভাষণ
নিজ কানে শুনেছি,দেখেছি নিজ চোখে।প্রত্যেক নিভৃত ক্ষণে স্নিগ্ধতা ছড়ায় যথারীতি
এখনো তোমার সংগ্রামী আহবানে জেগে উঠে প্রাণ
হে মহান নায়ক,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।এখনো,
গায়ের লোম,
উওেজিত হয়ে উঠে
চোখে জমে জল
যখন শুনি,
” এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”এখনো প্রাণের স্তরে স্তরে বাজে
তোমার সে সুর
বাংলার মানুষের প্রাণের গভীরে
তোমার স্মৃতিরা থাকে অবিনশ্বর জেগে
শান্তির ললিত বাণী নিয়ে
এসেছিলে তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লেখক: তানিয়া আক্তার, প্রভাষক,অর্থনীতি বিভাগ,চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ,ব্রাহ্মণবাড়িয়া।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।