Tepantor

নাসিরনগরে ১৩ দোকান পুড়ে ছাই

২৯ সেপ্টেম্বর, ২০২০ : ১১:৩৮ পূর্বাহ্ণ

মোঃ আব্দুল হান্নান: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আগুন লেগে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
২৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১১টার সময় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর আক্তার নগর বাজারে অবস্থিত সরাইল-নাসিরনগর-ফান্দাউক রাস্তার উপরে উত্তর পাশে সরকারী খাস জায়গার উপর নির্মিত প্রায় ১৩ টি বিভিন্ন প্রকারের দোকানঘর পুড়ে ভস্মিভুত হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের দীর্ঘক্ষণ প্রাণপন চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।অগ্নিকান্ডের বিষয়ে রাতেই স্থানীয় সংসদ সদস্য অালহাজ্ব বি,এম,ফরহাদ হোসেন সংগ্রাম,উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমা আশরাফি খোঁজ খবরনেন।সাকাল ১০ ঘটিকার সময় উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,নির্বাহি কর্কর্তা নাজমা আশরাফি ক্ষতিগ্রস্থ ১৩ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ইউনিয়ন পরিষদে হাজির হয়ে তাদের মাঝে বিতরণ করেন।এ সময় স্থানীয় চেয়ারম্যানের ব্যাক্তিগত তহবিল থেকেও প্রত্যেককে নগদ এক হাজার করে টাকা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানায়,এলাকার প্রভাবশালীরা দীর্ঘদিন যাবৎ ক্ষমতার জোরে সরকারী খাঁস জায়গা দখলে নিয়ে ঘরদরজা নির্মান করে নিজেরা ও ভাড়াটিয়াদের দিয়ে ব্যবসা বাণিজ্য চালিয়ে অাসছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।