Tepantor

আখাউড়ায় জোর পূর্বক কিস্তি আদায়ের অভিযোগ

৬ জুলাই, ২০২০ : ৬:১৫ অপরাহ্ণ

দ্বীন ইসলাম খান: আখাউড়া উপজেলার বিভিন্নস্থানে করোনাকালে জোর পূর্বক কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে এনজিও মাঠ কর্মীদের বিরোদ্ধে।

খোজ নিয়ে জানা গেছে, তন্তর বাজার শাখার পল্লী মঙ্গল ব্যাংক,পেইজ ব্যাংক,বিছ ব্যাংক, ব্রাক ব্যাংক, সিসিডি ব্যাংক, পদক্ষেপ ব্যাংক,এসএস ব্যাংক ও মোগড়া বাজার শাখার ব্রাক ব্যাংক, আশা ব্যাংক প্রমূখ। জোর পূর্বক কিস্তি আদায়কালে গ্রাহকগণ করোনাপ্রকোপের কথা বলে কিস্তি দিতে অপরাগতা দেখালে এনজিও কর্মীরা তাদের সাথে দূর্ব্যবহার করেন।

জোর পূর্বক কিস্তি আদায়ের অভিযোগ এনে গত ২৮শে জুন আখাউড়া থানায় ভূক্তভোগী ছালেহা বেগম(৫০) বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এবিষয়ে বক্তব্য নিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এবিষয়ে আখাউড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান রনি জানান, সরকারী নিষেধাজ্ঞা মতে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জোর পূর্বক কিস্তি আদায় করা যাবেনা। জোর পূর্বক কিস্তি আদায়ের অভিযোগ পাবার পর এনজিও প্রতিষ্ঠান গোলিকে ডাকানো হয়েছে তারা এসে দেখা করেনি। তবে তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tepantor

তেপান্তরে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।